Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৭৯
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৭৯

চাঁদপুরে আজ আরো ৮জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৪জন, হাইমচরের ২জন, ও মতলব উত্তরের ২জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৭৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার (২১ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৬৩টি রিপোর্ট আসে। এর মধ্যে ৮টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকীগুলো করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২০৭৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮২৬জন, ফরিদগঞ্জে ২৪২জন, মতলব দক্ষিণে ২২৪জন, শাহরাস্তিতে ২০৩জন, হাজীগঞ্জে ১৯০জন, মতলব উত্তরে ১৭৯জন, হাইমচরে ১৩৫জন ও কচুয়ায় ৮০জন।

জেলায় মোট ৭৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেট ২১ আগস্ট ২০২০