চাঁদপুরে আজ ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির চাঁদপুর সদর উপজেলার। একই দিনে ১৯ জনকে করোনামুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে চাঁদপুর সদরের ৬জন, ফরিদগঞ্জের ১জন, কচুয়ার ২জন, মতলব দক্ষিণের ২জন, হাজীগঞ্জের ২জন ও শাহরাস্তির ৬জন সুস্থ হয়েছেন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৫২জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, ১২ আগস্ট বুধবার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৪৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ১টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৪৫টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৯৫২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭৭৪জন, ফরিদগঞ্জে ২২২জন, মতলব দক্ষিণে ২০৪জন, শাহরাস্তিতে ১৯৮জন, হাজীগঞ্জে ১৮৭জন, মতলব উত্তরে ১৫৯জন, হাইমচরে ১২৯জন ও কচুয়ায় ৭৯জন।
জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, বুধবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৭৫৭৪টি। রিপোর্ট এসেছে ৭৪৭৩টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৯৫২জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৪১৪জন। চিকিৎসাধীন আছেন ৪৬৩জন।
এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭১৪জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৭২জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪২জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১০৬৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৯৩১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২১৩৮জন।
করেসপন্ডেট,১২ আগস্ট ২০২০