চাঁদপুর

চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭৭৯

চাঁদপুরে করোনা ল্যাবের ৫৬টি রিপোর্টের মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭৭৯ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৬৩২জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৯জন।

এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন, হাইমচরের ১জন, মতলব উত্তরের ২জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন।

২ ফেব্রুয়ারি মঙ্গলবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭৭৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২১০জন, ফরিদগঞ্জে ৩০৬জন, মতলব দক্ষিণে ২৯৭জন, শাহরাস্তিতে ২৫৩জন, হাজীগঞ্জে ২৩৬জন, মতলব উত্তরে ২০৯জন, হাইমচরে ১৭৩জন ও কচুয়ায় ৯৫জন।

করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেট,৩ ফেব্রুয়ারি ২০২১

Share