Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩২২
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩২২

চাঁদপুরে শনিবার ১৫টি নমুনা টেস্টের মধ্যে ২টি রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১জন ও ফরিদগঞ্জের ১জন। এদিন কেউ করোনামুক্ত হয়নি।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩২২জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৭জন। সুস্থ হয়েছেন ২১৩৭জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১০৮জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়,১০ অক্টোবর,শনিবার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ১৫টি রিপোর্ট আসে। এর মধ্যে ২টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ১৩টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৩২২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯৩৯জন, ফরিদগঞ্জে ২৬২জন, মতলব দক্ষিণে ২৬২জন, শাহরাস্তিতে ২২৭জন, হাজীগঞ্জে ১৯৯জন, মতলব উত্তরে ১৯৫জন, হাইমচরে ১৫৩জন ও কচুয়ায় ৮৫জন।

জেলায় মোট ৭৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেট,১১ অক্টোবর ২০২০