শীর্ষ সংবাদ

চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫

চাঁদপুরে আরো ১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তার বাড়ি হাজীগঞ্জ উপজেলায়। এ দিন জেলার মোট ৪০ জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১ জন পজেটিভ, ৩৯জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫জন। এর মধ্যে মৃত ৪জন, সুস্থ হয়েছেন ১৪জন। বাকীরা চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস এসব তথ্য জানিয়েছে।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩৭, ফরিদগঞ্জে ৭, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৫, মতলব দক্ষিণ ৩, কচুয়ায় ৩, হাইমচরে ২ ও শাহরাস্তিতে ২জন।

সিভিল সার্জন ডা.সাখাওয়াত উল্লাহ শুক্রবার এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে আরো ৪৩জনের নমুুনা প্রেরণ করা হয়েছে করোনা টেস্টের জন্য। বুধবার সকালে এসব নমুনা পাঠানো হয়। এ নিয়ে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৯৮৬। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৮৯১টি। রিপোর্ট অপেক্ষমান ৯৫টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৭জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৯জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৮জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৬৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৫৯৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৪ জন।

Share