চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ থেকে বেড়ে ৩জন হয়েছে। ফরিদগঞ্জের পূর্ব ধানুয়া গ্রামের আবুল বাাসর ওরফে বাসু মিয়া (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে রোববার সকালে রিপোর্ট এসেছে। গত ২৭ এপ্রিল তিনি নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এ ঘটনায় বৃদ্ধের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া তার ক্লোজ কন্ট্রাক্টে যারা ছিলেন তাদের সবার নমুনা সংগ্রহ করা হবে করোনা টেস্টের জন্য।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রোববার সকালে মৃত ওই বৃদ্ধসহ ৩৭জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। অবশ্য বাকী ৩৬জনের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে।
এর মধ্যে ১৯ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩জন মৃত ও ১০ জন সুস্থ হয়েছেন। বাকী ১০জন এখনো চিকিৎসাধীন। কারো অবস্থাই গুরুতর নয়। (প্রবাহ)
বার্তা কক্ষ, ৩ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur