চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে মো. সুলতান প্রধানীয়া (৮০) নামে একজন মারা গেছেন। চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার করবন্দ গ্রামে বাড়ি। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪৫জন। একই সাথে চাঁদপুর সদর উপজেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১০১।
চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, সুলতান প্রধানীয়া গত ১৬ ফেব্রুয়ারি বেলা পৌনে ১২টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন এবং করোনার টিকা নেননি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur