চাঁদপুর

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৪১

চাঁদপুরে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বুধবার প্রাপ্ত ১০৪টি রিপোর্টের মধ্যে ২টি করোনা পজেটিভ। তারা ২জন’ই ফরিদগঞ্জের। একই দিনে করোনা থেকে সুস্থ ঘোষণা করা হয়েছে ১১জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ৬জন, শাহরাস্তির ৩জন ও ফরিদগঞ্জের ২জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১৪১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, ২ সেপ্টেম্বর বুধবার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ১০৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ২টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ১০২টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২১৪১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮৫৯জন, ফরিদগঞ্জে ২৪৭জন, মতলব দক্ষিণে ২২৭জন, শাহরাস্তিতে ২০৭জন, হাজীগঞ্জে ১৯৪জন, মতলব উত্তরে ১৮৭জন, হাইমচরে ১৪০জন ও কচুয়ায় ৮০জন।

জেলায় মোট ৭৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, বুধবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৯১৫৩টি। রিপোর্ট এসেছে ৯০৬১টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ২১৪১জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৭৬৫জন। চিকিৎসাধীন আছেন ৩০০জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮৬৮জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৫১জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৭জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১৮২৫জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১০৩৩৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪৯০জন।

করেসপন্ডেট,৩ সেপেটম্বর ২০২০

Share