চাঁদপুর

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯৯৩

চাঁদপুরে আরো ৮জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২জন ও মতলব উত্তরের ৬জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৯৩জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৩৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ৮টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ২৮টি রিপোর্ট করোনা নেগেটিভ। একই দিনে করোনামুক্ত তথা সুস্থ হয়েছেন ২০জন। এর মধ্যে চাঁদপুর সদরের ৭জন, ফরিদগঞ্জের ৯জন, মতলব দক্ষিণের ২জন ও হাজীগঞ্জের ২জন রয়েছেন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৯৯৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭৯১জন, ফরিদগঞ্জে ২২৯জন, মতলব দক্ষিণে ২১২জন, শাহরাস্তিতে ১৯৯জন, হাজীগঞ্জে ১৮৭জন, মতলব উত্তরে ১৬৭জন, হাইমচরে ১২৯জন ও কচুয়ায় ৭৯জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, শনিবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৭৭৭৬টি। রিপোর্ট এসেছে ৭৭৩০টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৯৯৩জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৫০০জন। চিকিৎসাধীন আছেন ৪১৮জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭৩৮জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭০৮জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩০জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১২৩৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯২৭৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯৫৮জন।

করেসপন্ডেট,১৬ আগস্ট ২০২০

Share