চাঁদপুরে গত ২৪ ঘন্টায় ২৪ জন সহ মোট করোনায় আক্রান্ত ৩০৬৭ জন , মৃত্যু ৯১ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯১জন।
চাঁদপুরে আরও এ ২৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৯ জন, হাইমচরের ১ জন, কচুয়ার ১ জন, মতলব দক্ষিণের ১জন, ফরিদগঞ্জের ১জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। একই দিনে আরো ৮ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬জন ও হাজীগঞ্জের ২জন। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,০৬৭ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৯১ জন। সুস্থ হয়েছেন ২,৮১১জন। বর্তমানে চিকিৎসাধীন ১৬৫জন।
সভিল সার্জন অফিস সূত্রে জানা যায়।
করোনায় জেলায় মোট ৯১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৫জন ও হাইমচরে ১জন।
এদিকে চাঁদপুরে গত ২৪ ঘন্টা সহ মোট টিকা রেজিস্ট্রেশন করেছে ৭২,৫৩১ ( আজ ২টা পর্যন্ত ) জন এবং টিকা গ্রহণ করেছে ৫৫,৮৫৫ ( গতকাল পর্যন্ত ) জন।
বার্তা কক্ষ ,২৯ মার্চ ২০২১
এজি