চাঁদপুরে রোববার ২৪টি নমুনা টেস্টের মধ্যে ৩টি রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে হাজীগঞ্জের ১জন ও ফরিদগঞ্জের ২জন। একই দিনে করোনা থেকে সুস্থ ঘোষণা করা হয়েছে ৪জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ১জন, মতলব দক্ষিণের ১জন, শাহরাস্তির ১জন ও ফরিদগঞ্জের ১জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩২৫ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৭জন। সুস্থ হয়েছেন ২১৪১জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১০৭ জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়,১১ অক্টোবর,রোববার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ২৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ২১টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৩২৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯৩৯জন, ফরিদগঞ্জে ২৬৪জন, মতলব দক্ষিণে ২৬২জন, শাহরাস্তিতে ২২৭জন, হাজীগঞ্জে ২০০জন, মতলব উত্তরে ১৯৫জন, হাইমচরে ১৫৩জন ও কচুয়ায় ৮৫জন।
জেলায় মোট ৭৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।মধ্যে ৩টি রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে হাজীগঞ্জের ১জন ও ফরিদগঞ্জের ২জন। একই দিনে করোনা থেকে সুস্থ ঘোষণা করা হয়েছে ৪জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ১জন, মতলব দক্ষিণের ১জন, শাহরাস্তির ১জন ও ফরিদগঞ্জের ১জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩২৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৭জন। সুস্থ হয়েছেন ২১৪১জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১০৭জন।
সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়,১১ অক্টোবর,রোববার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ২৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ২১টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৩২৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯৩৯জন, ফরিদগঞ্জে ২৬৪জন, মতলব দক্ষিণে ২৬২জন, শাহরাস্তিতে ২২৭জন, হাজীগঞ্জে ২০০জন, মতলব উত্তরে ১৯৫জন, হাইমচরে ১৫৩জন ও কচুয়ায় ৮৫জন।
জেলায় মোট ৭৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
করেসপন্ডেট,১২ অক্টোবর ২০২০