চাঁদপুর

চাঁদপুরে করোনার মৃতের বেড়ে ৯০ জন : আক্রান্ত ২৯৫৬ জন

চাঁদপুরে গত ২৪ ঘন্টায় জেলায় আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৫৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০ জন। সুস্থ হয়েছেন ২,৭৬৪জন। বর্তমানে চিকিৎসাধীন ৯১জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়,সারা জেলায় ৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্টে ১১জনের করোনা শনাক্ত হয়েছে। বাকী ৭৫ জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৯৫৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৯৭জন, ফরিদগঞ্জে ৩২২জন, মতলব দক্ষিণে ৩১১জন, শাহরাস্তিতে ২৬৮জন, হাজীগঞ্জে ২৫৫জন, মতলব উত্তরে ২১৭জন, হাইমচরে ১৭৭জন ও কচুয়ায় ১০৯জন।

করোনায় জেলায় ৯০ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৯জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৫জন ও হাইমচরে ১জন।

চাঁদপুর , ২২ মার্চ ২০২১

Share