চাঁদপুর

চাঁদপুরে করোনাকালের সম্মুখযোদ্ধাদের প্রথম আলোর সম্মাননা স্মারক প্রদান

চাঁদপুরে করোনাকালের সম্মুখযোদ্ধাদের প্রতিষ্ঠান ভিত্তিক ব্যক্তি প্রদানদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক প্রদান করেছে প্রথম আলো।

প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করেন প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ ও বন্ধুসভার সদস্যরা।

সম্মননা প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে চাঁদপুরে জেলা প্রশাসনের সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বশরীরে জনসচেতনতা মূলক কার্যক্রম,ত্রাণ বিতরণ ও আইন শৃঙ্খলা রক্ষায় জন্য অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান,চাঁদপুর পুলিশ প্রশাসনের সম্মুখসারির যোদ্ধা হিসেবে পুলিশ সুপার মো.মাহবুবুর রহমান পিপিএম (বার),পুরো চাঁদপুর জেলায় জনসচেতনতা মূলক কার্যক্রম, ব্যাপক ত্রাণ বিতরণ করায় জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী, বেসরকারিভাবে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে সম্মুখসারির যোদ্ধা হিসেবে জনসচেতনতা মূলক কার্যক্রম,ত্রাণ বিতরণ ও লাশ দাফনে সবচেয়ে বেশি ভূমিকা রাখায় স্বেচ্ছাসেবি সংগঠন কিউআরসির প্রতিষ্ঠাতা ও চাঁদপুর পৌরসভার নবাগত মেয়র জিল্লুর রহমান।

পুরো চাঁদপুর জেলায় চিকিৎসা কার্যক্রমে ব্যাপক অবদান রাখায় চাঁদপুর সিভিল সার্জন ডা.সাখাওয়াত হোসেনসহ ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও সুজাউদ্দৌলা রুবেল ও বেশ কয়েকজন চিকিৎসক এবং চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন,সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ টেলিভিশন সাংবাদিক ফোরাম,বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দকে প্রথম আলোর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছাস্বরুপ কৃতজ্ঞতা জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

করেসপন্ডেট,৫ নভেম্বর ২০২০

Share