চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রস্তুতিসভা

আগামী ৯মার্চ ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা কমিউনিটি পুলিশিং এর সমাবেশ সফল করার লক্ষ্যে সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর প্রস্তুতিসভা শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর মডেল থানার সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে অতিথির বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওলি উল্লাহ ওলি বলেন, উপজেলার সকল কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ সম্মেলন সফল করার লক্ষ্যে স্বত:স্ফুর্ত কাজ করবো। আমরা কমিউনিটি পুলিশিং এর ধারবাহিকতা রক্ষা করেই সম্মেলনে অংশ গ্রহণ করবো। এ সমাবেশ যেন চাঁদপুরে কমিউনিটি পুলিশিং এর জন্য বিরল দৃষ্টান্ত হয়ে থাকে সেই জন্য সকল কে সহযোগিতা করতে হবে।

সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন মাষ্টার, ৫নং রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ৮নং বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, ৯নং বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী, ১৩নং হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাঢ়ী, ১৪নং রাজরাজেস্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী।

সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, কমিউনিটি পুলিশিং ও ইন্টিলিজেন্স (সিপিআই) মো. হারুনুর রশিদ, মডেল থানার সিও আবু জাফর, আশিকাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মো. জিলান, কল্যানপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি মোজাম্মেল হোসেন, মৈশাদী ইউনিয়ন কমিউনিটি সভাপতি মির্জা জাকির, সাধারণ সম্পাদক বি এম জাকির, আশিকাটি সাধারণ সম্পাদক জাফর আহম্মদ খান জিতু, বালিয়া সভাপতি এ বিএম ফয়েজ উল্লাহ খান, সাধারণ সম্পাদক জাকির বহদার, ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন সভাপতি ছায়েদ আলী আখন্দ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, বাগাদী সভাপতি হাফেজ মো. হাসান খান, সাধারণ সম্পাদক মাও. জাকির হোসেন হিরু, রামপুর সহ-সভাপতি মিজান পাটওয়ারী, শাহ মাহমুদপুর সভাপতি আলহাজ্ব মাসুদুল হক, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ০৩: ৪০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ

Share