চাঁদপুরে ওয়ার্কসপ থেকে ১৫টি ধারালো অস্ত্র উদ্ধার

চাঁদপুর শহরের পুরাণবাজারে ওয়ার্কসপ থেকে ১৫টি দেশিয় অস্ত্র ঈদের দিন সকালে পশ্চিম জাফরাবাদ পালপাড়া সংলগ্ন হাছান মেটাল নামক ওয়ার্কসপ থেকে চাঁদপুর মডেল থানা ও পুরাণবাজার ফাঁড়ির পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়ার্কসপের মালিক পালিয়ে যাওয়ায় পুলিশ দোকানটি তালাবন্ধ করে রাখে। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানাযায়, জাফরাবাদ এলকায় হাছান খানের ছেলে বিল্লাল তার ওয়ার্কসপে ধরালো বানানাচ্ছে, এমন গোপন সংবাদে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ত্রিনাথ বৃহস্পতিবার সঙ্গীয় ফোর্স নিয়ে পুরাণবাজার ফাঁড়ি পুলিশের সহযোগিতায় ওয়ার্কসপে অভিযান চালান। পুলিশ দেখে একজন দৌড়ে পালিয়ে যায়। পরে দোকানটি তল্লশি করে ওয়ার্কসপে বানানো ওই অস্ত্রগুলোর সন্ধান পায়। পুালিশের ধারণা ধারালো অস্ত্রগুলো সে বিক্রির জন্যে তৈরি করছিলো।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ ওলি জানান, ‘কি উদ্দেশ্যে এগুলো বানানো হয়েছে তা তদন্ত করে বলা যাবে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

প্রতিবেদক- আশিক বিন রহিম

Share