দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর চাঁদপুরে পুনরায় চালু হলো সরকার কর্তৃক পরিচালিত ও.এম.এস কার্যক্রম।
৬ আগস্ট বুধবার সকালে চাঁদপুর জেলা সদর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিটি রোড কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় তিনি বলেন, কেউ একাধিকবার পন্য নিতে আসবেন না। অন্যকে নেয়ার সুযোগ করে দিবেন। আপনি একবার ৫ কেজি চাউল নিয়ে আবার ৫ কেজি আটা নিলেন। এতে করে আরেকজন হতদরিদ্র বঞ্চিত হবে। এ ধরনের অন্যায় আপনারা করবেন না। সুষ্ঠভাবে কার্যক্রম পরিচালনার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আঃ রহমান খান, খাদ্য পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, তদারকি কর্মকর্তা আঃ মমিন মিজি, জেলা বিএনপির সদস্য টিপু সুলতান খান, পৌর ১৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিটি রোড কেন্দ্রের রায় স্টোরের সত্ত্বাধিকার ও ডিলার সুকুমার রায় বলেন, প্রতিদিন ৫ কেজি চাউল ও ৫ কেজি আটা করে মোট ১৫০জনের মাঝে নিয়ম অনুসারে দেয়া হচ্ছে। জনপ্রতি দিনে একবারই পন্য নিতে পারবেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ৬ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur