১৯৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন এবং তাঁর আহবানে সাড়া দিয়ে এদেশের জনগণ তাঁরই নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। জাতীয় জীবনে দিবসটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।
‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস’ জাতীয়ভাবে পালনের লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
১ মার্চ চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে সভায় বেশ কটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় কর্মসূচি বাস্তবায়নে একটি জেলা কমিটি ও তিনটি উপ-কমিটি ও ৯ টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।
চাঁদপুর বিস্তারিত কর্মসূচির মধ্যে রয়েছে ৭ মার্চ সকাল দশটায় বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতা। জেলা শিল্পকলায় কবিতা আবৃতি,সাংস্কৃতিক অনুষ্ঠান,নাটক ধানমন্ডী ৩২’ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান থাকবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।
আবদুল গনি,৫ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur