চাঁদপুর

চাঁদপুরে ৫৩ হাজার পরিবার ১০ টাকা কেজি’র চাল পাচ্ছে

জেলায় ১০ টাকা কেজিতে মার্চ মাসে ৫৩ হাজার পরিবার চাল পেয়েছে। বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়‘শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ’এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ১ মার্চ থেকে অতি দরিদ্র ও অসহায় ৫৩ হাজার পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেয়া হয়েছে। এপ্রিল মাসেও অনুরূপ পাবে ।

প্রথম পর্যায়ে মার্চ ও এপ্রিল এবং দ্বিতীয় পর্যায়ে সেপ্টেম্বর,অক্টোবর ও নভেম্বর এ ৫ মাস ১০ টাকা কেজির চাল দেয়া হবে। চাঁদপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়,চাঁদপুরের ৮ উপজেলার ৮৮ টি ইউনিয়নে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমোদিত তালিকা অনুযায়ী মার্চ ও এপ্রিল এ দু’মাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে ৫৩ হাজার ১শ’৫৬টি পরিবারের মধ্যে ১শ’২৮ জন সরকারিভাবে নিয়োগ প্রাপ্ত ডিলারের মাধ্যমে ওই চাল বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে মার্চ মাসের চাল সকল ডিলার উত্তোলন করে নিয়ে বিতরণ করেছেন।

চাঁদপুরের ১৪ টি ইউনিয়নে ২৪ জন ডিলারের মাধ্যমে ৮ হাজার ৭শ’৩৬টি পরিবার,হাজীগঞ্জের ১১ টি ইউনিয়নে ২১ জন ডিলারের মাধ্যমে ৭ হাজার ২ শ ৬৬টি পরিবার,ফরিদগঞ্জের ১৫ টি ইউনিয়নে ১৫ জন ডিলারের মাধ্যমে ৭ হাজার ৯শ’৯৭টি পরিবার,মতলব দক্ষিণের ৬টি ইউনিয়নে ১৩ জন ডিলারের মাধ্যমে ৫ হাজার ৩ শ ৬৫ টি পরিবার,মতলব উত্তরের ১৩টি ইউনিয়নে ১৬ জন ডিলারের মাধ্যমে ৬ হাজার ৮শ’১৪ টি পরিবার,শাহরাস্তিতে ১০ টি ইউনিয়নে ১২ জন ডিলারের মাধ্যমে ৪ হাজার ৫ শ ৭টি পরিবার, কচুয়ার ১২ টি ইউনিয়নে ১৯ জন ডিলারের মাধ্যমে ৯ হাজার ৩ শ’১২ টি পরিবার এবং হাইমচরের ৬টি ইউনিয়নে ৮ জন ডিলারের মাধ্যমে ৩ হাজার ১শ’৬৮ টি পরিবারকে স্ব-স্ব ইউনিয়নে ওই চাল বরাদ্দ রয়েছে।

চাঁদপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমান জানান,নিম্ন-আয়ের মানুষের আর্থিক সহযোগিতার জন্যেই সরকার ১০ টাকা কেজির চাল দেয়ার উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির আওতায় ২০১৭-২০১৮ অর্থবছরে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা করে প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণের সিদ্ধান্ত নেয় সরকার।

প্রতিবেদক : আবদুল গনি
আপডেট,বাংলাদেশ সময় ৩:৪০ পিএম,২৭ মার্চ ২০১৮,মঙ্গলবার
এজি

Share