চাঁদপুর

চাঁদপুরে এ বছর ৪০ হাজার বেল পাট উৎপাদন

চাঁদপুরের ৮ উপজেলায় চলতি মৌসুমে ৪ হাজার ৪শ’৫৮ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাট চাষাবাদ হয়েছে । উৎপাদন হয়েছে ৪০ হাজার ১ শ ২২ বেল । অথচ এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ৩৭ হাজার ৮০ বেল।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত কৃষিবিদ আবদুল মান্নান এ তথ্য জানান। সরকারি ভাষায় ৫ মণকে বলা হয় ১ বেল । সে হিসেবে এবার ২ লাখ ৬ শ’ ১০ মণ পাট উৎপন্ন হয়েছে । তিনি আরো বলেন, ‘দেশের উৎপন্ন দ্রব্যের বাজারকরণে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেয়। ’

চাঁদপুর দেশের অন্যতম নদীবিধেীত কৃষিভিত্তিক অঞ্চল। অনাদিকাল থেকেই কৃষিপণ্য উৎপাদনে চাঁদপুরের সু-খ্যতি রয়েছে। মেঘনা,পদ্মা, ডাকাতিয়া ও মেঘনা ধনাগোদা নদী দ্বারা বেষ্টিত চাঁদপুরের মাটি ও আবহাওয়া কৃষি উপযোগী একটি জেলা ।

যেখানে সব রকমের কৃষিপণ্য উৎপাদিত হয়ে থাকে। এর মধ্যে পাট অন্যতম । ষাটের দশকের শুরুতে ডব্লিউ রহমান জুট মিল,স্টার আল কায়েদ ও হামিদিয়া জুট মিল নামক ৩টি জুট মিল গড়ে উঠেছিল। সে সুবাধেই চাঁদপুরে কম-বেশি পাট চাষাবাদ হযে থাকে ।

আবদুল গনি , ৭ আগস্ট ২০২০

Share