চাঁদপুর

চাঁদপুরে এ’ প্লাসে শীর্ষে মাতৃপীঠ : শতভাগ পাসে হাসান আলী

সারাদেশে সোমবার (২৪ ডিসেম্বর ) দুপুরে জুনিয়র স্কুল ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবার জেএসসিতে পাসের হার ৮৫ %, আর জেডিসিতে এ হার ৮৯ %। সারাদেশের ন্যায় চাঁদপুরেও জেএসসি পরীক্ষা ফলাফল ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাপ্ত তথ্য অনুযায়ী ফলাফল : হাসান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ২শ’ ৩১ জন। পাসের হার শতভাগ। জিপিএ ৫ পেয়েছে ৪০ জন,এ পেয়েছে ১শ’ ৫৬ জন। এ মাইনাস পেয়েছে ৩৫ জন।

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ফলাফল : পরীক্ষায় ২শ’৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২ শ’৫১ জন কৃতকার্য হয়। পাসের ৯৯.৬০%। এতে জিপিএ ৫ পেয়েছে ৭০ জন । এ পেয়েছে ১শ’ ৮১ জন।

আল আমিন স্কুল এন্ড কলেজের ফলাফল : পরীক্ষার্থী ৬শ’ ৮৩ জন। পাস করেছে ৬শ’ ৬০ জন। পাসের হার ৯৫ %, জিপিএ ৫ পেয়েছে ১১ জন। আক্কাস আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয় এর ফলাফল : পরীক্ষার্থী ৭৮ জন। পাস করেছে ৭৫ জন, পাসের হার ৯৬ %।

গনি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফল : ১শ’ ৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১শ’ ৮৩ জন কৃতকার্য হয়। পাসের হার ৯৫ %। লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল : ২শ’ ৫৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২শ’ ৩৬ জন কৃতকার্য হয়, পাসের হার ৯১ %।

মধুসূদন উচ্চ বিদ্যালয় এর ফলাফল : ২শ’ ২৪ জন পরীক্ষা গ্রহণ করে ১শ’ ৯৭ জন কৃতকার্য হয়। এতে অকৃতকার্য হয় ২৭ জন, পাশের হার ৮৭ %, জিপিএ ৫ পেয়েছে একজন। পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল : পরীক্ষার্থী ১শ’ ৮ জন, পাস করেছে ৯৪ জন, পাশের হার ৮৭ %।

ডি এন উচ্চ বিদ্যালয়ের ফলাফল: পরীক্ষার্থী ১শ, পাস করেছে ৮৯ জন, পাসের হার ৮৯ %। ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফলাফল : পরীক্ষার্থী ১শ’ ৭২ জন, পাস করেছে ১শ’ ৩৪ জন, পাসের হার ৭৭ %। বাহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় এর ফলাফল: পরীক্ষার্থী ২শ’৭৯ জন, পাস করেছে ২শ’১২ জন, পাসের হার ৭৬% ।

নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এর ফলাফল : পরীক্ষার্থী ৭৭ জন, পাস করেছে ৬৮ জন, পাসের হার ৮৮%। লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল : পরীক্ষার্থী ১শ’ ৩৮ জন। পাস করেছে ১শ’ ২৭ জন, পাসের হার ৯২%।

সফরমালী উচ্চ বিদ্যালয় হতে ১ শ’২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাস করেছে ১ শ’ ১৬ জন। ৪ জন এ প্লাস পেয়েছে। পাসের হার ৯৭ %।

প্রতিবেদক : শরীফুল ইসলাম
২৪ ডিসেম্বর, ২০১৮ সোমবার

Share