Home / চাঁদপুর / চাঁদপুরে এ অর্থবছরে ৫০ হাজার মে.টন সার বরাদ্দ
fertilizer-...

চাঁদপুরে এ অর্থবছরে ৫০ হাজার মে.টন সার বরাদ্দ

চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২০২০-‘২১ অর্থবছরের ৫০ হাজার মে.টন রাসায়নিক সার বরাদ্দ দিয়েছে কৃষি অধিদপ্তর ।

কৃষি সম্প্রসারণ বিভাগ, চাঁদপুর কৃষিবিদ নরেশ চন্দ্র এ তথ্য ৩১ আগস্ট সোমবার জানিয়েছেন ।

প্রাপ্ত তথ্যমতে, কৃষি মৌসুমে রবি ও অন্যান্য ফসল উৎপাদনে সরকার ঔ সার বরাদ্দ দিয়েছে। জেলার ১০৬ জন ডিলারের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজার থেকে কৃষকগণ যাতে ক্রয় করতে পারে সে ব্যাপারে সরকারি নির্দেশনা রয়েছে। কোনো অবস্থাতেই কোনো সরকারি নির্ধারিত কোনো অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে পারবে না।

প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, ইউরিয়া সারের পরিমাণ হচ্ছে ২৪ হাজার ৪শ ৪৩ মে. টন , টিএসপি ৯ হাজার ২ শ ৯৮ মে.টন ,ডিএমপি ৬ হাজার ২ শ ৪৩ মে.টন, এম ও পি ৬ হাজার ৩শ ১১ মে.টন,জিপসন ৩ হাজার ২শ ৭৭ মে. টন, জিং ৭ শ’ ৮১ মে, টন, গোড়ন ৩ শ ৮২ মে,টন এবং ম্যাগনেসিয়াম ৪শ ১৭ মে.টন ।

ডিলারের চাহিদা অনুযায়ী বিতরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট ঔ কর্মকর্তা জানান ॥

আবদুল গনি , ৩১ আগস্ট ২০২০