চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডেরে মাথা থেকে শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাব্বি (৭) নামে একটি ছেলের সন্ধান পাওয়া গেছে।
ছেলেটি ঢাকার কামাঙ্গারচর আলী নগর এলাকার চাঁন মিয়া সরদারের ছেলে এবং খোলা মুরা হাট আনন্দ স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র।
রাব্বির বক্তব্যে জানা যায়, সে পাশের বাসার মীম নামে একজনের সাথে সদর ঘাট হয়ে চাঁদপুরে আসে। মীম তাকে কোনো একস্থানে রেখে ফল কিনতে যায়। রাব্বি কিছুক্ষণ অপেক্ষা করে মীম না পেয়ে বিষ্ণুদী রোডে চলে আসে।
পরে স্থানীয়রা রাব্বিকে দেখতে পেয়ে তাদের হেফাজতে রাখে।
পরের দিন রোববার(২৫ ডিসেম্বর) স্থানীয়রা কমিউনিটিং পুলিশিংয়ের সদস্যদের বিষয়টি জানায়।
কমিউনিটিং পুলিশিংয়ের টহল সদস্য জিলান গাজী জানায়, ‘আমি স্থানীয় একজনের হেফাজতে শিশুটিকে রাখতে বলেছি এবং যদি কেউ শিশুর সন্ধানে আসে তাহলে চাঁদপুর মডেল থানায় যেনো যোগাযোগ করে।
করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ৩০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার
ডিএইচ