চাঁদপুর

চাঁদপুরে এসবি খালসহ জলাশয় দখলমুক্ত করা হবে : জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘চাঁদপুর শহরে অসংখ্য জলাশয় ছিল। যা কিছু অসাধু ব্যক্তিরা জোর করে দখল করে স্থাপনা নির্মাণ করেছে। আগামি কয়েক মাসের মধ্যে এসবি খালসহ ভরাটকৃত অন্যান্য খাল, জলাশয় ও পুকুর উদ্ধারে অভিযান শুরু করা হবে।’

সোমবার (৫ জুন) সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে যে ব্র্যান্ডিংয়ের বিষয় হাতে নিয়েছে তার মধ্যে পরিবেশও রয়েছে। চাঁদপুরের পরিবেশ রক্ষায় সকলকে সচেতনভাবে গড়ে তুলতে হবে এবং একত্রে কাজ করতে হবে। বিশ্বে জলবায়ু পরিবর্তনে ছোট দেশগুলোর যে ক্ষতি হবে তা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কর্মরিকল্পনা গ্রহণ করেছেন।’

দুর্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ দেশ। বাংলাদেশের ১৮টি জেলাকে দুর্যোগ প্রবণ জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে চাঁদপুর অন্যতম। চাঁদপুর নদীভাংতি জেলা। পদ্মা মেঘনার করাল ঘ্রানে অনেক বাড়ি-ঘর মানুষ ভেসে গেছে।’

জেলা প্রশাসক আরো বলেন, ‘চাঁদপুরের মতো জেলা বাংলাদেশে আর কোথাও নাই, এই জেলার সৌন্দয্য বৃদ্ধিতে দুটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে। আমার বিশ্বাস চাঁদপুর শহরটি একটি পরিচ্ছন্ন সুন্দর শহর হয়ে উঠবে। তাই এই জেলাকে রক্ষা করতে হলে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। চাঁদপুরের মানুষ যদি এই জেলাকে রক্ষায় জাগ্রত থাকে তবেই আজের এই বিশ্ব পরিবেশ দিবস সফল হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৫: ০০ পিএম, ৫ জুলাই ২০১৭, সোমবার
ডিএইচ

Share