বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি বলেছেন, ‘জাতির পিতার ভাস্কর্য ভাঙার মধ্যে দিয়েই প্রমাণ করে মৌলবাদী গোষ্ঠী স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী। বিজয়ের এই মাসে তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে দিয়ে নিজেদের সাম্প্রদায়িক শক্তির যে উদ্ধত্য দেখাই দেখিয়েছি তা আর বারতে দেওয়া হবে না।’
১৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে স্টেডিয়ামে চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচে উত্তীর্ণদের মিলনমেলায় ভিডিও কন্সপারেন্সে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন,‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। যেখানে সকলে মিলেমিশে সুদীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হলে, আমরা সকলে একসাথে মিলেমিশে কাজ করব।’
এসএসসি ৯৭ বেশি এর উদ্বোধন প্রসঙ্গে বলেন, ‘চাঁদপুরের ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান। যেখানে তিন নদীর মোহনায় মিলিত হয় চাঁদপুর কি সৌন্দর্যমন্ডিত করেছে। সেই চাঁদপুরে সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এসএসসি ৯৭ ব্যাচের উপস্থিত আয়োজকহ সকলকে আমি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আশা করি আগামী দিনে আপনাদের এই বন্ধুত্বের বন্ধন অটুট থাকবে এবং আরো সুদৃঢ় হবে। আপনাদের এই বন্ধন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং মৌলবাদকে নির্মূল করতে আমাদের সমাজে আরো সহায়ক ভূমিকা পালন করবে।’
এদিকে সকাল সাড়ে ৯টায় স্বাস্থবিধি মেনে চাঁদপুর শহরের ইলিশ চত্বর স্টেডিয়াম সম্মুখ থেকে বের হওয়া র্যালী পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হয়।৯৭ ব্যাচের ছাত্র সাংবাদিক এম আর বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর সভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, উদযাপন কমিটির আহবায়ক হিসেবে রয়েছেন ব্যাচের ছাত্র ডাঃ তানভীর আহমেদ মিয়া আরিফ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রহিম বাদশা সদস্য সচিব শুভাশীষ ঘোষ ( শ্রীগুরু ) এবং সম্বনয়কারী’র দায়িত্বে রয়েছেন আবুল বারাকাত লিজন পাটওয়ারী।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,১৮ ডিসেম্বর ২০২০