Home / চাঁদপুর / চাঁদপুরে এসএসসিতে বহিষ্কার ৭ অনুপস্থিত ১
চাঁদপুরে এসএসসিতে বহিষ্কার ৭ অনুপস্থিত ১

চাঁদপুরে এসএসসিতে বহিষ্কার ৭ অনুপস্থিত ১

চলমান ২০১৬ সালে এসএসসি সমমান পরীক্ষায় চাঁদপুরে ৬৬ কেন্দ্রে ৩০ হাজার ৩শ’ ৮৩ জন পরীক্ষার্থীদের মধ্যে ১ জন অনুপস্থিত ও ৭ জন বহিষ্কার হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার কুমিল্লা বোর্ডের অধীনে ৩৮ টি কেন্দ্রে ইংরেজী ২য় পত্রে ১০ হাজার ৩শ’ ৪৬ জন ছাত্র ও ১২ হাজার ৮শ’ ১ জন ছাত্রী। মাদ্রাসা বোর্ডের অধীনে ১৮টি কেন্দ্রে আরবী ২য় পত্রে ২ হাজার ৮শ’ ২৫ জন ছাত্র ও ৩ হাজার ৩শ’ ১৪ জন ছাত্রী। কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ১০ টি কেন্দ্রে বাংলাদেশ ও বিশ^ পরিচয় বিষয়ে ৭শ’ ৫০ জন ছাত্র ও ৩শ’ ৪৬ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে কারিগরী শিক্ষা বোর্ডের ১ জন অনুপস্থিত হয়।

এদিকে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পয়ালী কে বি এন্ড উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ আনিছুর রহমান ( রোল নং ১৭০৭৬১)

মতলব উত্তর উপজেলা বাগান বাড়ী আইডিয়েল একাডেমী কেন্দ্রে হাজী মুহাম্মদ ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র মেহেদী হাসান শুভ ( রোল নং ১৭১২২১) কে এই কেন্দ্রে ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র শান্ত মিয়াজী ( রোল নং ৫৮৪৩৫৭) কে বদরপুর আকবরিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় বিভাগের ছাত্র মোঃ পারভেজ মিয়া ( রোল নং ৫৮৪৫৪৮) কে নিশ্চন্তপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ঝিনাইয়া হাই স্কুলের বিজ্ঞান বিভাগের মোঃ রেজান মিয়া ( রোল নং ১৭১৮০৪)

হাজীগঞ্জ উপজেলার বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাছির কোর্ট হাই স্কুলের মানবিক বিজ্ঞানের ছাত্রী খাদিজা আক্তার ( রোল নং ৩৬৬২৭৪) কে ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী আছমা আক্তার ( রোল নং ৫৭৯৭৩৮) কে অসদুপায় ও অবলম্বনের কারণে বহিষ্কার করা হয়।

অন্যদিকে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

: আপডেট ১২:০০পিএম,  ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ