চাঁদপুরে এসএসসি পরীক্ষায় শনিবার ( ৬৬ কেন্দ্রে ৩০ হাজার ১ শ ৪৪ জনের মধ্যে ৪৫ অনুপস্থিত ছিলো।
এতে কুমিল্লা বোর্ডের অধিনে ৩৮ কেন্দ্রে ইংরেজি ১ম পত্র বিষয়ে মাদ্রাসা বোর্ডের অধিনে ১৮টি কেন্দ্রে আরবি ১ম পত্র এবং কারিগরি বোর্ডে অধিনে ১০টি কেন্দ্রে গণিত পরীক্ষার্থীরা অংশ করে।
এ দিকে মতলব দক্ষিণ উপজেলার মতলব দারুল উলুম ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্রে নওগাঁও রাশেদিয়া ফাযিল মাদ্রাসার সাধারন বিভাগের ছাত্রী ফারজানা আক্তার (২৬৫১৯১) কে একই উপজেলার মতলব ঘিলাতলী ফাযিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্রস্থিত মাদ্রাসার সাধারণ বিভাগের ছাত্র তানভির আহম্মেদ (২৮৪৫৬৭) কে এবং হাইমচর উপজেলার চর ভৈরবী উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল ) কেন্দ্রের কেন্দ্রস্থিত বিদ্যালয়ের ছাত্র আল আমিন (৭৪৮১৬২) কে অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কার করা হয়।
অপরদিকে চাঁদপুর শহরের টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় ,ষোলঘর আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহ বিভিন্ন কেন্দ্রের এসএসসি ও সমমানের পরীক্ষার হল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফুর রহমান ।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট ১০:০৬পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৬, রোববার
ডিএইচ