চাঁদপুরে এবার শাক-সবজির উৎপাদন সোয়া ১ লাখ মে.টন

চাঁদপুর দেশের অন্যতম নদীবিধৌত কৃষি প্রধান অঞ্চল। মেঘনা,পদ্মা,মেঘনা ধনাগোদা ও ডাকাতিয়া নদী এ জেলা ওপর দিয়ে বয়ে যাওযায় রবি,আউস, আমন ও বোরোর মত কৃষি উৎপাদনে নদী অববাহিকায় ব্যাপক গ্রীষ্মকালীন শাক-শবজি উৎপন্ন হয়ে থাকে। চাঁদপুরে এবারের শীতকালীন শাক-সবজির আবাদ ৫ হাজার ৫শ হেক্টর ও উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ২০ হাজার ৯শ ৯০ মে.টন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি চাঁদপুরের ২০২২-২৩ চলমান মৌসুমে রবি ফসলের আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে ।

প্রাপ্ত দেয়া তথ্য মতে,চাঁদপুর সদরে এ বছর ২০২২-২০২৩ শাক-সবজির চাষাবাদ ৯ হাজার ৫০ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ২০ হাজার ৭ শ’ ১০ মে.টন।

মতলব উত্তরে চাষাবাদ ১ হাজার ২ শ’ ৫০ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ২৭ হাজার ২ শ ৫০ মে.টন,

মতলব দক্ষিণে চাষাবাদ ২শ’৭০ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ৫ হাজার ৮ শ ৮৬ মে.টন, হাজীগঞ্জে চাষাবাদ ৬শ’ ৭৫ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৭ শ ১৫ মে.টন ।

শাহরাস্তির চাষাবাদ ৩ শ’ ৯০ হক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ৮ হাজার ৫ শ ২ মে.টন, কচুয়ায় চাষাবাদ ৪ শ’ ৯০ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ১০ হাজার ৬ শ ৮২ মে.টন,

ফরিদগঞ্জের চাষাবাদ ৮ শ’ ৫৫ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ১৮ হাজার ৬শ ৩৯ মে.টন এবং হাইমচরে চাষাবাদ ৬ শ’ ৭০ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৬শ ৬ মে.টন ।

বিশেষ করে চাঁদপুরের ১১ টি বিচ্ছিন্ন চরাঞ্চলে এ শাক-সবজি ব্যাপকভাবে চরবাসীরা চাষাবাদ করে থাকে। নারীরাই এসব শাক-সবজি উৎপাদনে প্রধান ভূমিকা পালন করে থাকে। গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি গবাদি পশু প্রতিপালনে মেঘনা অববাহিকায় ও চরাঞ্চলে পুরুষের পাশাপাশি নারীরাও অগ্রণীভূমিকা পালন করে আসছে।

দিন-রাত পরিশ্রম করেই তারা এ শাক-সবজি উৎপাদনে ব্যস্ত থাকে। কোনো কোনো এলাকায় বাণিজ্যিকভাবে তারা ব্যাপক হারে শাক-সবজির চাষাবাদ করে আসছে। তাদের জীবিকার প্রধান বাহন কৃষি,সবজি চাষাবাদ ও হাঁস, মুরগি ইত্যাদি গবাদি পশু প্রতিপালন ।

চাঁদপুরে ধান, পাট, আলু, সয়াবিন, পেঁয়াজ, রসুন সরিষা,মরিচের পরেই শাক-সবজির স্থান। এটি এখন বেশ লাভজনক। চাঁদপুরের উৎপন্ন শাক-সবজি নৌ-পথে দেশের বিভিন্ন শহরে বন্দরে চলে যায় ।

আবহাওয়ার অনুকূল পরিবেশ,পরিবহনে সুবিধা,কৃষকদের শাক-সবজি চাষে আগ্রহ, কৃষি বিভাগের উৎপাদনের প্রযুক্তি প্রদান, যোগাযোগ ব্যবস্থার উন্নত, কৃষিউপকরণ পেতে সহজলভ্যতা,বীজ ,সার ও কীটনাশক ব্যবহারে কৃষিবিদদের পরামর্শ, ব্যাংক থেকে কৃষিঋণ প্রদান ইত্যাদি কারণে চাঁদপুরের চাষীরা ব্যাপক হারে শাক-সবজির চাষ করছে।

বিশেষ করে চাঁদপুরের চরাঞ্চলগুলোতে ব্যাপক শাক-সবজির উৎপাদন করে থাকে চাষীরা। অতীব দু:খের বিষয়-নদী তীরবর্তী হওয়ায় চরাঞ্চলের চাষীদের কৃষিঋণ দিচ্ছে না ব্যাংকগুলো। চাষীরা ঋণসহায়তা পেলে শাক-সবজি চাষাবাদে আরোও উৎসাহী হতো।

চরাঞ্চলগুলি হলো-মতলবের চরইলিয়ট,চর কাসিম, সবজি কান্দি, ষষ্ট খন্ড বোরোচর, চাঁদপুর সদরের রাজরাজেস্বর, জাহাজমারা,লগ্নিমারা,বাঁশগাড়ি, চিড়ারচর, ফতেজংগপুর, হাইমচরের ঈশানবালা, চরগাজীপুর, মনিপুর, মধ্যচর, মাঝিরবাজার,সাহেব বাজার ও চরভৈরবির বাবুরচর ইত্যাদি।

গ্রীষ্মকালীন শাক-সবজির মধ্যে রয়েছে-চিচিঙ্গা,করলা,ডেঁড়স,বরবটি,পটর,কাকরল, ধুন্দুল,ডাটা,ঝিংগা,বেগুন প্রভৃতি।চাঁদপুরের কুমারডুগি,মহামায়া,দেবপুর, মাস্টার বাজার, সুন্দরদিয়া এলাকায় ব্যাপকহারে ও বাণিজ্যিকভাবে চাষিরা এসব শাক-সবজির চাষাবাদ করে থাকে ।

চাঁদপুরের একজন কৃষিবিদ বলেন,‘ চরাঞ্চলের উৎপন্ন শাক-সবজি খুবই সতেজ ও তরতাজা। এসব শাক-সবজিতে কোনো রকম ফরমালিন মেশানোর প্রয়োজনীয়তা নেই। কেননা তারা বিক্রির জন্যে দিনের উঠানো গুলো দিনেই বাজারে বসে বিক্রি করে থাকেন।’

এদিকে সিত্রাংকের প্রভাবে জেলার সব উপজেলােই আগাম উঁচু জমিতে বিভিন্ন জাতের শাক-সবজির জমি প্রস্তুতি করলেও ঐ সব জমি প্রবল বৃষ্টির কারণে তা নষ্ট হয়ে গেছে বলে কৃষকগণ জানিয়েছেন। তবে পুনরায় পুরো উদ্যোম নিয়ে তারা মাঠে নেমেছেন ।

আবদুল গনি ,
২৬ ডিসেম্বর ২০২২
এজি

Share