চাঁদপুরে এপিসিএলের মিলাদ ও ইফতার

চাঁদপুরে ক্যাবলযুক্ত ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক কমিউনিকেশ লিঃ (এপিসিএল)-এর মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল সোমবার (২৭ জুন) বিকেলে শহরের বাসস্ট্রান্ড স্বর্ণখোলা রোডের প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, গোর-এ গরিবা জামে মসজিদের মাওলানা আবু তাহের।

এসময় উপস্থিত ছিলেন এপিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাইনুদ্দিন আহমেদ রুপম, তার পিতা মো. হাফিজ উদ্দিন শেখ, সিস্টেম এডমিন মমিনুল হক খান, জনসংযোগ কর্মকর্তা আহমেদ শাহেদসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এপিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাইনুদ্দিন আহমেদ রুপম সংক্ষিপ্ত বক্তব্যে জানান, ‘চাঁদপুরে এতো বেশি উচ্চ গতির ইন্টারনেট সেবা আগে ছিলো না। একটি জেলা শহরে এ প্রথম বারের মতো আমরাই উচ্চ গতির ইন্টারনেট সেবা চালু করেছি। আমরা চাচ্ছি জেলার প্রতিটি ইউনিয়নে উচ্চ গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে। যা বর্তমান সরকারের ভিশন-২১ বাস্তবায়নে সহায়ক হয়ে কাজ করবে।’

প্রতিবেদক- আশিক বিন রহিম

Share