Home / চাঁদপুর / চাঁদপুরে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতা মূলক সভা
এন্টিমাইক্রোবিয়াল

চাঁদপুরে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতা মূলক সভা

চাঁদপুরে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১৩ নভেম্বর বুধবার সকালে চাঁদপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সহায়তায় সিভিল সার্জন কার্যালয়ে এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ।এসময় তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ সন্তানদের কথা চিন্তা করে এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হতে হবে ।সবার মাঝে এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে হবে।এবিষয়ে আমরা সকলে সকলের জায়গা থেকে সজাগ হতে হবে।আপনারা শপথ নেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোন এন্টিবায়োটিক ব্যবহার করবেন না।

চাঁদপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সাখাওয়াত হোসেন,আবদুল্লা আল জুবায়ের, স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ ইউছুফ,জেলা স্যানিটারী ইন্সপেক্টর নজরুল ইসলাম ।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,চাঁদপুর ঔষধ তত্ত্বাবধায়ক গাজী মোঃ দিদারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিডিএস চাঁদপুরের সহ-সভাপতি সুভাষ সাহা।

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ কল্পে এবং ঔষধ ও কসমেটিকস আইন -২০২৩ এর উপর এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৩ নভেম্বর ২০২৪