Home / সারাদেশ / চাঁদপুরে এনসিপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা
এনসিপি
আহ্বায়ক মাহবুব আলম ও সদস্য সচিব আমান উল্যাহ পাটওয়ারী

চাঁদপুরে এনসিপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলার ৭৫ সদস্যবিশিষ্ট অনুমোদিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এনসিপির মিডিয়া, চাঁদপুর-এর মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রাথমিক কাঠামো চূড়ান্ত করে আগামী ছয় মাসের জন্যে এ কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটি অনুমোদনে স্বাক্ষর করেছেন এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের দু’জন নেতা— মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং কেন্দ্রীয় সদস্য সচিব। তাদের যৌথ স্বাক্ষরের মাধ্যমে চাঁদপুর জেলা কমিটি আগামী ছয় মাসের জন্যে ঘোষণা করা হয়েছে।

চাঁদপুর জেলার আহ্বায়ক কমিটি

আহ্বায়ক : মো. মাহবুব আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম (দেওয়ান শরীফ), যুগ্ম আহ্বায়ক : মো. হাবিবুর রহমান, ফরহাদ আহমেদ আলী, ডা.আরিফুল ইসলাম, ফারুক হোসেন সোহেল, এরশাদ খান সালমান, প্রফেসর মোখলেছুর রহমান (মুকুল), হাজী শাহ আলম মিঝি, খাজা মোহাম্মদ মাসুম, তাফাজ্জল হোসেন পলাশ, মো. নাজমুল কবির, সদস্য সচিব : আমান উল্যাহ পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব : অ্যাড. আ. জাব্বার, যুগ্ম সদস্য সচিব : মুফতি মাহমুদ হাসান (দপ্তর), তামিম খান, রাজিব হোসেন রাজ, ডিএম আলাউদ্দিন, সৈকত হোসেন আমিন, জিহাদুল ইসলাম (প্রচার), ইঞ্জি. এসএম সিফাত, ডা. ওমর ফারুক (স্বাস্থ্য), প্রভাষক কামাল হোসেন, ডেন্টিস্ট আরিফা তুহিন, আব্দুল্লাহ আল শুভ, আ. রহমান পাঠান, সাংগঠনিক সম্পাদক : মো. নবীর হোসেন, আহমেদ সজীব, প্রফেসর মোয়াজ্জেম হোসেন, মো. মনির হোসেন সজিব, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক : আজিজুল হক রাজু।

সদস্য : মো. জসিম রাজা, মমতাজ বেগম পেন্সী, ফারজানা আক্তার, সায়্যেদা নূরে মাইশা, রাকিব পাঠান, ইমাদ হোসেন ইমাদ, মাহমুদুল হাসান, রিয়াদ হোসেন, মাহমুদুল হাসান, আজহারুল ইসলাম (জুয়েল), ইঞ্জিনিয়ার মশিউর রহমান খোকন, সাইফুল ইসলাম মিলন, সুমন হোসেন, নাজমুল শুভ, জান্নাতুল নাঈম, রাকিব হোসেন, নুরে আলম পাটওয়ারী, হেলাল উদ্দিন, হাবিব প্রধান, নুরআল আলম ভূঁইয়া, আলমাস সর্দার, তৌহিদুল ইসলাম গাজী, আরমান দেওয়ান, জাহিদ হাসান শান্ত, নুরুজ্জামান রুবেল, নজরুল ইসলাম তানজিল, মনিরুল ইসলাম, সিয়াম হোসেন, মো. বশির আহমেদ, একেএম সুমন ভূইয়া, মোরশেদ আলম, মো. রুহুল কুদ্দুস সোহাগ, কাজী সেলিম, মো. ইমরান হোসাইন, মো. ইকবাল হোসাইন, জাকির হোসাইন রাজা, সিয়াম, কামাল হোসেন, ফারুক খান, হুমায়ূন কবীর খান, মো. ওমর ফারুক খান, রাকিবুল হাসান নকিব, মো. ফয়সাল হোসাইন, জাফর আহমদ।

স্টাফ তরেসপন্ডেট/
৯ জানুয়ারি ২০২৬