চাঁদপুর

চাঁদপুরে এনজিও বিষয়ক সমন্বয় সভা

চাঁদপুর জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় এনজিও বিষয়ে বিগত মাসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ও ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘বর্তমান সরকার এনজিও বিষয় ব্যাপক গুরুত্ব সহকারে দেখেন। এনজিওর মাধ্যমে দেশ আরও উন্নত হবে। দেশের উন্নয়নে এনজিও ব্যাপক ভুমিকা রেখেছে। দেশের এনজিও কর্মীদের সাথে প্রশাসনের একটি সু-সম্পর্ক রয়েছে। দেশের সামাজিক সংগঠনগুলোর মধ্যে এনজিও ব্যাপক ভুমিকা পালন করছে।’

অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে পাঠ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুল হক, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আলী আকবর, পুলিশ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভাপতি রেজাকুল হায়দার খোকন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক পিএম বিল্লালসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

আপডেট: ০৮:৩১ পিএম, ২৩ নভেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ

Share