Home / চাঁদপুর / চাঁদপুরে এনএইচডি জোনাল অফিসারদের প্রশিক্ষণ উদ্বোধন
26235609_1983600551961633_692768431_o

চাঁদপুরে এনএইচডি জোনাল অফিসারদের প্রশিক্ষণ উদ্বোধন

ন্যাশনাল হউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের খানা তথ্যভান্ডার শুমারি উপলক্ষে জোনাল অফিসারদের ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে ।

পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওয়াতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগের ন্যাশনাল হউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের আয়োজনে গতকাল রোববার ৩১ ডিসেম্বর সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উদ্বোধন করা হয়।
টিএমএসএস’র সহযোগিতায় প্রশিক্ষণের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান অধিদপ্তরের ডিসিসি তাজুল ইসলাম তালুকদার ।
সদর উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের জুনিয়র সহকারি পরিসংখ্যান কর্মকর্তা পরিচালনায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা পরিসংখ্যান অধিদপ্তরের কর্মকর্তা সাইদুর রহমান , আবুল কালাম আজাদ, টিএমএসএস মো: হাবিবুর রহমান ,সদর উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা শাহ জহুরুল হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে চাঁদপুর সদর, হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলার ৪৪ জন জোনাল অফিসার অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সিএ দিদার হোসেনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। এ প্রশিক্ষণ ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলবে।

প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ