চাঁদপুরে এনআরবি ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

দুঃসময়, সুসময় ও বন্ধু সবসময় এই শ্লোগানে চাঁদপুরে এনআরবি ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে বন্ধু এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের সিনিয়র অফিসার আমিনুল হাসান। এখলাছপুর ইউনিয়ন পরিষদের সচিব জুবায়ের হোসাইন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন
এনআরবি ব্যাংকের এসিস্ট্যান্ট অফিসার সাব্বির আহমেদ।

এখলাছপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আল মামুন এর পরিচালনায় বক্তব্য রাখেন এখলাছপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোলাম হোসেন প্রধান, এখলাছপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন নেতা, এখলাছপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের এক্সিকিউটিভ অফিসার ইয়াছির আরাফাত।

গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা আল-আমিন আরাফাত।

বক্তারা বলেন, গ্রাহক সেবাই হচ্ছে আমাদের লক্ষ্য। সহজ ও নিরাপদে আপনারা ব্যাংকিং লেনদেন করতে পারেন, সেই জন্যই এনআরবি ব্যাংকের বন্ধু এজেন্ট ব্যাংকিং কাজ করছে। লেনদেনের ক্ষেত্রে নিজে এসে লেনদেন করার চেষ্টা করবেন। আর অবশ্যই যেকোন লেনদেনের পর মেশিন প্রিন্টেড স্লিপ বুঝে নিবেন। কোন অবস্থাতেই হাতে লেখা স্লিপ গ্রহন করবেন না। আর আপনার পিন নাম্বার অন্য কারো সাথে শেয়ার করবেন না।

সকলে ব্যাংকি সেবাটাকে সহজভাবে নিবেন। সকলের সহযোগিতায় এগিয়ে যাবে এনআরবি ব্যাংক।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

Share