কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী এক্সট্রা মোহরারদের (নকল নবিস) চাকরি স্থায়ীকরণ ও বকেয়া পরিশ্রমিক পরিশোধের দাবিতে রোববার (১৭ এপ্রিল) দুপুরে সাব রেজিস্ট্রার কার্যালয়ের প্রাঙ্গনে কর্মবিরতি ও মানববন্ধন পালন করা হয়েছে।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দরা এ কর্মসূচী পালন করেন।
সাব রেজিস্ট্রি অফিসে কর্মবিরতি ও মানবন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. শাহাজাহান বেপারী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ শাখার সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো.শাহ ইমরান, মতলব উত্তর শাখার সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, মতলব দক্ষিনের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রহিমা আক্তার, কচুয়া উপজেলার সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শাহরাস্তি উপজেলার সভাপতি পারুল আক্তার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ হাজীগঞ্জ ও হাইমচরের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি আনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অর্ধদিবস কলম বিরতি, ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পূর্ণদিসবস কলম বিরতি। সবশেষ আগামী ২ মে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
: আপডেট ৭:৪০ পিএম, ১৭ এপ্রিল ২০১৬, রোববার
ডিএইচ