চাঁদপুরেশহরের জেএম সেনগুপ্ত রোড থেকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ‘একাধিক ডাকাতি মামলার’ আসামীকে আটক করেছে চাঁদপু মডেল থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের ক্বারী মো. শহীদুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৪০)
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্যাহ বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে জানান, ‘গ্রেফতারকৃত নুরুল ইসলাম আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। সে চাঁদপুরে সংঘটিত একাধিক ডাকাতি মামলার আসামি।’
সিনিয়র করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ১৮ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur