চাঁদপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

চাঁদপুর শহরের প্রিমিয়ার হসপিটালে একসাথে চার সন্তান জন্ম দিলেন নিপা সরকার নামে এক গৃহবধূ। 

বুধবার সকাল ৮টায় প্রসবব্যাথা নিয়ে হাসপাতালে যান তিনি। পরে নরমাল ডেলিভারিতে চার সন্তান প্রসব করেন।

স্বামী লিটন সরকার কুমিল্লার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা নিপা সরকার ও স্বামী লিটন সরকার দম্পতি। 

তবে চিকিৎসার বলছেন মাত্র ২৯ সপ্তাহ হওয়ায় শিশুরা পুষ্টি হীনতায় জন্ম নেয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় শিশু ইনকোবিটারে রাখা হয়েছে। 

প্রিমিয়ার হসপিটালের নার্স নমিতা সরকার বলেন, হাসপাতালে আসার পর দ্রুত চিকিৎসা দেয়া হয়। সিজারের প্রস্তুতিও নেয়া হয়েছিল। পরে নরমাল ডেলিভারি হয়। চার সন্তানের মধ্যে এক পুত্র ও তিন কন্যা সন্তান। 

নিপা সরকারের জেঠি মা মুক্তা রাণী বলেন, ছয় বছর আগে পারিবারিকভাবে লিটন-নিপা দম্পতির বিয়ে হয়। কয়েকমাস যাবত শহরের ঘোষপাড়ায় নিপার বাবার বাড়ীতে অবস্থান নেয় নিপা।

প্রিমিয়ার হসপিটালের চিকিৎসক মিঠুন চক্রবর্ত্তী জানান, সাত মাসের গর্ভবতী ছিল নিপা সরকার।  দ্রুত পরীক্ষা নিরীক্ষা করা হয়। নরমাল ডেলিভারিতে চার সন্তান জন্ম নেয়। এখন শিশুদের অবস্থা আশংকাজনক। হাসপাতালে পক্ষ থেকে  তাদের চিকিৎসা সেবায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়।

একসাথে চার সন্তানের জন্ম হওয়ার খবরে স্বজনদের পাশাপাশি উৎসুক জনতা হাসপাতালে ভিড় করে। নিপা-লিটন দম্পতির আগে কোন সন্তান হয়নি।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,১৩ সেপ্টেম্বর ২০২৩

Share