দেশব্যাপি সকল শিক্ষা-প্রতিষ্ঠানের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে সকল একযোগে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার বেলা ১১টায় এই মানবন্ধন কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিরা অংশ গ্রহণ করেন।
সোমবার শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজের সামনে অধ্যক্ষ প্রফেসর ডা. এএসএম দেলওয়ার হোসেনের নেতৃত্বে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সরকারি মহিলা কলেজের সামনে অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমারের নেতৃত্বে ওই প্রতিষ্ঠানের শিক্ষাক-শিক্ষার্থী, আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর সম্মুখ্যে প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের নেতৃত্বে তাদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, লেডি প্রতিমা সরকারি মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষকের নেতৃত্বে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষাক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
এ সময় তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে।