চাঁদপুরে একযোগে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি সোমবার চাঁদপুর সদর মডেল থানা, হাজীগঞ্জ মডেল থানা এবং জেলা গোয়েন্দা শাখার তিন শীর্ষ পদে এই রদবদল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মো.মাহবুবুর রহমান পিপিএম (বার)।
প্রাপ্ত তথ্যে জানা যায়, হাজীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আব্দুর রশিদকে চাঁদপুর সদর সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়। একইসাথে চাঁদপুর সদর সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ হারুনুর রশিদকে হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
অপারদিকে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন রনিকে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রদান করা হয়েছে।
তবে কি কারণে হঠাৎ করে একই সাথে তিন ওসি পদে এই রদবদল সে বিষয়ে জানা যায়নি।
এক প্রতিক্রিয়ায় পদায়নপ্রাপ্ত তিনজন ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২২ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur