চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা; গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, “ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের আন্তরিকতার অভাব নেই।”
তিনি আরও বলেন, এর মধ্যে অনেক ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। বর্ষার মৌসুমটা সবাইকে আরও সতর্ক থাকতে হবে।
চাঁদপুর সদর উপজেলার ডেঙ্গু আক্রান্ত রোগী সোলাইমান বলেন, “কয়েকদিন জ্বর থাকায় সন্দেহ হয় ডেঙ্গু হয়েছে কিনা। পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ায় গত দুইদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছি। বেড ফাঁকা না থাকায় মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে।”
জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্য মতে, বর্তমানে চাঁদপুর জেনারেল হাসপাতালসহ আট উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৫২ রোগী।
এর মধ্যে জেনারেল হাসপাতালে ৫৪, ফরিদগঞ্জ উপজেলায় ১৪, শাহরাস্তি উপজেলায় ১৫, কচুয়া উপজেলায় ২২, হাজীগঞ্জ উপজেলায় পাঁচ, মতলব দক্ষিণ উপজেলায় ২১, মতলব উত্তর উপজেলায় ১০ ও হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ রোগী ভর্তি রয়েছেন।
স্টাফ করেসপন্ডেট,৪ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur