Home / চাঁদপুর / চাঁদপুরে একদিনে রেকর্ড সংখ্যক ২৫৪ জন করোনা মুক্ত
আইসোলেশনে

চাঁদপুরে একদিনে রেকর্ড সংখ্যক ২৫৪ জন করোনা মুক্ত

চাঁদপুরে একদিনে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার (৭ জুলাই)। এদিন একযোগে ২৫৪জনকে করোনা মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়। চাঁদপুরে করোনা সংক্রমণের পর এটাই একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী সুস্থ হওয়ার ঘটনা।

এর মধ্যে চাঁদপুর সদরের ১১৩জন, মতলব দক্ষিণের ৩৯জন, মতলব উত্তরের ১৯জন, শাহরাস্তির ২১জন, হাইমচরের ২জন, কচুয়ার ১৯জন, ফরিদগঞ্জের ৮জন ও হাজীগঞ্জের ৩৩জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১১৮৭জনের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৬৩জন। এর মধ্যে মঙ্গলবার আক্রান্ত ৮৬জনও রয়েছেন।

তিনি আরো জানান, বর্তমানে আক্রান্তদের মধ্যে ৩২জন হাসপাতালে, ৬জন ঢাকায় রেফার ও ৪২৫জন হোম আইসোলেশনে আছেন। (প্রবাহ)
বার্তা কক্ষ