চাঁদপুর

চাঁদপুরে ‘একটি বাড়ি একটি খামার’ উন্নয়ন আড্ডা

চাঁদপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের সাথে উন্নয়ন আড্ডা শনিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয় । প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

তিনি বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প সরকারের একটি ভালো উদ্যোগ। আজকের আড্ডার উদ্দেশ্য হলো আপনাদের কাছ থেকে মতামত নিয়ে সে ব্যাপারে কমর্-পরিকল্পনা নির্ধারণ করা। এ রকম আড্ডা নিয়মিত করা উচিত। আপনাদের মতামতের ভিক্তিতে আমরা কার্যক্রম হাতে নিবো।

জেলা বিআরডিবি’র উপ-পরিচালক এস.এম জুয়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আব্দুল্লাহ মো. মঞ্জুরুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি.এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী।

উপজেলা সমন্বয়কারী মো. সোলায়মানের পরিচালনায় এ সময় খামার প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

]আশিক বিন রহিম[/author] : আপডেট ০৯:০৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৬, শনিবার
ডিএইচ

Share