Home / চাঁদপুর / ‘চাঁদপুরে একটি বাজারকে মডেল হিসেবে তৈরি করা হবে’
‘চাঁদপুরে একটি বাজারকে মডেল হিসেবে তৈরি করা হবে’

‘চাঁদপুরে একটি বাজারকে মডেল হিসেবে তৈরি করা হবে’

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা টাস্কফোর্সের সভা ববুবার (১৭ আগস্ট ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ওয়াহিদুজ্জামান বলেন, দবাজারে দোকান গুলোতে দ্রব্য মূল্য তালিকা, মাংসের উপর বাজার মনিটরিং, বিপনীবাগ বাজারে ক্রেতা হয়রানি বন্ধ, মশলা জাতীয় সামগ্রী মূল্য নিয়ন্ত্রণ, বাজারে মুরগি জবাই করা কালে নির্দিষ্ট নিয়ম অনুসরণের বিষয়গুলো তদারকি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অহবান জানান।

এ সময় তিনি বলেন, ‘চাঁদপুরে একটি বাজারকে মডেল হিসেবে তৈরি করা হবে। এতে একটি কমিটিও গঠন করা হবে।’

সহকারী ডেপুটি নেজারত কালেক্টর কর্মকর্তা (এন ডি সি) কাজী মো, মহসীন উজ্জ¦লের পরিচলনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই, জেলা মার্কেটিং কর্মকর্তা এন এম রেজাউল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি বি এম হান্নান, চাঁপুর ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি সুভাষ রায়, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন বাবর প্রমুখ।
এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘চাঁদপুরে একটি বাজারকে মডেল হিসেবে তৈরি করা হবে’

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক

Leave a Reply