প্রবাস

চাঁদপুরে এই প্রথম লেজার ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন

চাঁদপুরে এই প্রথম লেজার ফিজিওথেরাপি সেন্টার শুক্রবার (৯ মার্চ) বিকেলে শহরের হাজী মহসিন রোডস্থ হান্নান কমপ্লেক্সের নিচ তলায় উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সফিকুর রহমান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাণ আদালত পাড়া জামে মসজিদের খতিব মাওঃ রুহুল আমিন।

উদ্বোধন অনুষ্ঠানে পৌরসভার সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আঃ আজিজ মিয়াজী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মেহেদী হাসান, সূর্যের হাসি ক্লনিকের ম্যানেজার শাহেদ রিয়াজসহ আরো অনেক উপস্থত ছিলেন।

চাঁদপুর লেজার ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক ডা. তৌহিদুল ইসলাম জুয়েল জানান, আমরাই চাঁদপুরে প্রথম লেজারের মাধ্যমে থেরাপি চালু করেছি। এখানে লেজার থেরাপি, সর্ট ওয়েব, ডায়াথামি, আল্টা সাউন্ড থেরাপি, কাথিং, আঙ্কু পাঞ্চার, ওয়াকর্স বাথ, মার্সেল স্টিমুলেশন, ম্যানুয়েলসহ বিভিন্ন থেরাপির ব্যবস্থা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

Share