শীর্ষ সংবাদ

চাঁদপুরে ৫০ কেন্দ্রে ১৮ হাজার ৬শ’ পরীক্ষার্থী

সারা দেশের ন্যায় চাঁদপুরেও একযোগে (২ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষা। সারাদেশের ন্যায় এক-অভিন্ন সময় ও নিয়ম নীতিতে পরীক্ষা শুরু হবে।

এ বছর চাঁদপুর জেলার ৮ উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৬শ’ ৩৮জন এবং কেন্দ্র ৫০টি।

জেলা প্রশাসনের শিক্ষা শাখার সূত্রমতে জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৫৮জন এবং কেন্দ্র ৩৩টি। মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭শ ৩৩ এবং কেন্দ্র ১০টি।

ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮শ’ ৪৭জন। কেন্দ্র ৭টি।

মঙ্গলবার (১৪ মার্চ) পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্যে জেলা প্রশাসন কর্তৃক বেশ ক’টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এদিকে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে জেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে।

পরীক্ষার হলে সকল ধরনের অসাধু উপায় বর্জনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি রয়েছে এবং হল সচিব ব্যতীত পরীক্ষার কাজে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।

এ ছাড়াও শিক্ষার্থীদের পাশাপাশি যদি কোনো শিক্ষক অসাধু উপায় অবলম্বন করে এবং তা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক-আবদুল গনি
।। আপডটে,বাংলাদশে সময় ০৮ : ০৫ এএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার

এইউ

Share