মা ইলিশ রক্ষা অভিযান-২০২৫ চলাকালীন সময়ে (৪ থেকে ২৫ অক্টোবর) চাঁদপুরের ঋণ গ্রহীতা জেলেদের নিকট থেকে কিস্তি আদায় বন্ধ রাখার জন্যে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার (৩ অক্টোবর) জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত ওই পত্র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটিকে দেয়া হয়েছে এবং অনুলিপি মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরোকে দেয়া হয়েছে।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের স্মারকের প্রেক্ষিতে জানানো হয় যে, আগামী ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত মেঘনা ও পদ্মা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল হতে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ (সত্তর) কিলোমিটার নদী এলাকায় মা ইলিশ নিধন প্রতিরোধের জন্যে মা ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বর্ণিত নিষেধাজ্ঞার কারণে এ সময়ে সাধারণ মৎস্যজীবীরা কর্মহীন হয়ে পড়ে এবং অতি কষ্টে জীবনযাপন করে। জেলেদের অধিকাংশই বিভিন্ন এনজিও হতে ঋণ নিয়ে নৌকা এবং জাল খরিদ করে ঋণের কিস্তি পরিশোধ করে। সে কারণে মানবিক দৃষ্টিকোণ থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত রাখা প্রয়োজন। জেলা টাস্কফোর্স সভায় মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ বিষয়ে জোর দাবী জানিয়েছেন।
এমতাবস্থায়, মা ইলিশ রক্ষা অভিযান-২০২৫ চলাকালীন (০৪ অক্টোবর-২৫ অক্টোবর) ঋণ গ্রহীতা জেলেদের নিকট থেকে ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্যে অনুরোধ করা হলো।
স্টাফ করেসপন্ডেট/ ৪ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur