Home / চাঁদপুর / ’চাঁদপুরে ঋণ আদায়ে ফরিদগঞ্জ, সঞ্চয়ে হাজীগঞ্জ প্রথম’
চাঁদপুরে ঋণ আদায়ে ফরিদগঞ্জ, সঞ্চয়ে হাজীগঞ্জ প্রথম

’চাঁদপুরে ঋণ আদায়ে ফরিদগঞ্জ, সঞ্চয়ে হাজীগঞ্জ প্রথম’

চাঁদপুর ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে ঋণ আদায় ফরিদগঞ্জ, সঞ্চয়ে হাজীগঞ্জ প্রথম
চাঁদপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্প কমিটির সভা বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, ফরিদগঞ্জ উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণ আদায়ে প্রথম স্থান হয়েছে হাজীগঞ্জ উপজেলা সঞ্চয় আদায়ে প্রথম স্থান হয়েছে।

বর্তমান সরকার দেশ উন্নয়নে একটি বাড়ি একটি খামার প্রকল্প বিশাল প্রদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রকল্প সম্পন্ন রূপে বাস্তাবায়ন করে সমাজ ব্যবস্থায় দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সকল কর্মক্ষেত্রে ফিল্ড কর্মীদের কাজ করতে হবে। বি.আর.ডি.বি উপ-পরিচালক জুয়েল আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা নুরুল হক, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম জয়ানাল আবেদিন, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারওয়ার কামাল সহ জেলা ও উপজেলা পর্যায়ে পল্লী উন্নয়ন কর্মকর্তা ও সমন্বয়কারী।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

: আপডেট ০২:০০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ