চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার, গোহাট উত্তর ও শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ এবং মতলব উত্তর উপজেলার জহিরাবাদ, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নব-নির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
চাঁদপুরে উপ নির্বাচনে বিজয়ী ৫ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেনঃ
কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের মনির হোসেন, শাহরাস্তি উপজেলার গোহাট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, মেহের দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন, জহিরাবাদ সেলিম মিয়া, সুলতানাবাদ হাবিবা সুলতানা সিফাত। শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান।
শপথ গ্রহণ অনুষ্ঠান স্বঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
জেলা প্রশাসক বলেন, নিবার্চনের ১মাসের মধ্যে গেজেট বের হয়ে আজ শপথ গ্রহণ করলেন চেয়ারম্যানরা। আপনি আজ থেকে একজন স্থানীয় সরকার প্রতিনিধি। মানুষকে ভালবাসার মন্ত্র জানতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। সোনার বাংলা বিনির্মানে আপনারা ভূমিকা রাখবেন। এই আশা করছি।
তিনি আরও বলেন, আপনার চিন্তা করেন কিভাবে এখানে এসেছেন? এই চেয়ারে আসার কি আপনার কথা ছিল। আপনার কাছে মানুষের চাওয়া পাওয়া অনেক। আপনারা এখন নতুন নেতৃত্বে জায়গায় এসেছেন। সরকারের প্রতিনিধিদ্ধ করবেন। আপনাদের সফলতা কামনা করছি।
উল্লেখ্য,২০ অক্টোবর চাঁদপুরের ৫টি ইউপির উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
স্টাফ করেসপন্ডেট,১৯ নভেম্বর ২০২০