চাঁদপুর

চাঁদপুরে উন্মেষ সামাজিক সংগঠনের ‘মেধা বৃত্তি’

উন্মেষ সামাজিক সংগঠনের আয়োজনে শুক্রবার শহরের পুরাণবাজার মুধুসুধন উচ্চ বিদ্যালয়ে স্থানীয় ৫টি বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ২৫০জন শিক্ষার্থী ‘উন্মেষ মেধা বৃক্তি ২০১৪’ পরীক্ষায় অংশগ্রহণ করে।

সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলে বেলা ১টা পর্যন্ত। ‘উন্মেষ মেধা বৃক্তি ২০১৪’-এর আহ্বায়ক মো. জাকারিয়া ভূঁইয়া বতু জানান, এবছর ৫টি বিদ্যালয়ের সর্বমোট ২৫০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, পুরাণবাজার মাধুসুধন উচ্চ বিদ্যালয়, পুরাণবজার বালিকা উচ্চ বিদ্যালয়, নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, বহরিয়া নুরুল হক উচ্চ বিদ্যালয় ও হরিণা চালিতাতলী উচ্চ বিদ্যালয়।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে মধুসূধন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস ও হল সুপারের দায়িত্বে ছিলেন বহরিয়া নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরীক্ষার সমন্বয়কারী ও উন্মেষ সামাজিক সংগঠনের সভাপতি হীরেন্দ্র দেবনাথ, সমন্বয়কারী ও মিজানুর রহমান খান বাদল, সংগঠনের সদস্য গোবিন্দ মন্ডল, মাহবুবুর রহমান মানিক, জুলহাস আহমেদ জুয়েল, আজিজুল হাকিম মামুন, পারভেজ মাহমুদ, গোবিন্দ সাহা, কার্তিক সরকার, দিলিপ সাহা, শাওন পাটোয়ারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজ ডেস্ক || আপডেট: ০৭:০৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার

এমআরআর  

Share