চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ যমুনা হার্ডওয়্যারে উজালা পেইন্টাসের কালার মিউজিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে এর ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন উজালা পেইন্টাস ঢাকা হেড অফিসের পরিচালক আমিনুল ইসলাম নোবেল।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, যুগ্ম সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, উজালা পেইন্টার ঢাকা হেড অফিসের টেকনিক্যাল পরিচালক মোঃ শরিফ উল্যা, উজালা পেইন্টার ঢাকা হেড অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (মাকেটিং) মোঃ সাইফ উল্যা, চাঁদপুর যমুনা হার্ডওয়্যারের প্রোপ্রাইটর ও উজালা পেইন্টাসের ডিলার মোঃ মিলন মাঝি ও মোঃ ইউসুফ ভূঁইয়া প্রমুখ।
এ সময় উজালা পেইন্টাস ঢাকা হেড অফিসের পরিচালক আমিনুল ইসলাম নোবেলকে ফুলেল শুভেচ্ছা জানান স্বপন বেপারী।
সবশেষে চাঁদপুর শহরের বিপণীবাগ পাটি হাউজে উজালা পেইন্টাস ঢাকা হেড অফিসের পক্ষ থেকে পেইন্টাসদের মাঝে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করেন উজালা পেইন্টাস ঢাকা হেড অফিসের পরিচালক আমিনুল ইসলাম নোবেল, উজালা পেইন্টাস এর টেকনিক্যাল পরিচালক মোঃ শরিফ উল্যা, উজালা পেইন্টাস এর সহকারী জেনারেল ম্যানেজার (মাকেটিং ) মোঃ সাইফ উল্যা।
|| আপডেট: ১০:১০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৬, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur