চাঁদপুর

স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে ঈদুল আযহা উদযাপন

বৈশ্বিক মহামারি করোনা মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কিছুটা উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে পবিত্র ঈদুল আযহা উদযাপন হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী এবারো ঈদগাঁহ এর পরিবর্তে মসজিদগুলোতে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। ১ আগস্ট শহরের কালীবাড়ি রেলওয়ে কেন্দ্রিয় বাইতুল আমিন জামে মসজিদে সকাল ৭টায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মোঃ বোরহান উদ্দিন।

এ সময় মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেয়। পরে পর্যায়ক্রমে শহরের চৌধুরী জামে মসজিদ, ঐতিহাসিক বেগম জামে মসজিদ, চিশতিয়া জামে মসজিদ, বাসস্ট্যান্ড গৌর এ গরীবা জামে মসজিদ, পুর্ব নাজির পাড়া জামে মসজিদ, চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদ, মিশন রোড জামে মসজিদ, রহমতপুর আবাসিক এলাকা জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, পুরাণ বাজার ঐতিহাসিক জামে মসজিদসহ বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

তবে অধিকাংশ মসজিদেই ঈদের জামায়াত সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে কোন কোন মসজিদে একাধিক ঈদের নামাজের জামায়াতের আয়োজন করা হয়। এসব মসজিদে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে সারা বিশ্বের মানুষকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়।

এছাড়াও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদের ৩টি জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

বার্তা কক্ষ, ১ আগস্ট ২০২০

Share